বিমান বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর ৭ আরোহীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন পর্যটক, বাকি দুজন ক্রু। স্থানীয় পুলিশ এবং সরকারের দেওয়া এক বিবৃতির বরাতে শনিবার (৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স। পর্যটকদের মধ্যে তিনজন ডাচ ও দুই চিলির নাগরিক। ক্রু দুই জনই পেরুর নাগরিক।

Islami Bank

এক বিবৃতিতে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রতœতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা ২০৭’ মডেলের এয়ারক্রাফটটি। দুর্ঘটনায় এর কোনো আরোহী বেঁচে নেই। কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

one pherma

নাজকা পুলিশের প্রধান কমান্ডার এদগার ইস্পিনোজা সাংবাদিকদের জানিয়েছেন, উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।

ইবাংলা/ টিপি/ ০৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us