অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শনিবার (৫ ফেব্রুয়ারি) ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। শনিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে দীর্ঘ ২২ বছর পর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১৯৮৮ সালের প্রথম শিরোপা জয়ের পর এই আসরে ফাইনাল নিশ্চিত করে । প্রতিপক্ষ ভারত এই পরিসংখ্যানে অনেক পথ এগিয়ে। আইসিসি যুব বিশ্বকাপের শেষ ১৩ আসরে সর্বাধিক চারবার শিরোপা জিতেছে ভারত। তিন আসরে ছিল রানার্সআপ।

সেদিক থেকে যুব বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতায় ভারত টইটুম্বুর। গত আসরে বাংলাদেশের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হলেও এই আসরে নিজেদের সেরা প্রমাণ করে আবারো উঠে এসেছে স্বপ্নের ফাইনালে।

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি যুব বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন ২০০৮ সালে। তখন তার নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। দীর্ঘ ১৪ বছর পর বিরাট কোহলি না থাকলেও যুব বিশ্বকাপের ফাইনালে এখন ইয়াস ধুলদের ভারত। কিন্তু তাদের উৎসাহ-অনুপ্রেরণা দিতে কথা বলেছেন বিরাট কোহলি।দিয়েছেন সব ধরণের পরামর্শ। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর বৃহস্পতিবার সকালে অ্যান্টিগার হোটেল রুমে ভিডিও কলে যুবাদের সঙ্গে যুক্ত হয়ে বিরাট কোহলি বিভিন্ন পরামর্শ ও উৎসাহ দিয়েছেন বলে জানা গেছে। প্রথমেই ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানান যুবাদের। পরামর্শ দেন ভাল খেলে শিরোপা অর্জনের।

ইবাংলা/ নাঈম/ ০৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us