রোববার থেকে শুরু হবে ভাসমানদের টিকা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভাসমান লোকজনের টিকাদান কার্যক্রম আগামী রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

Islami Bank

তিনি বলেন, দেশের সব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার অংশ হিসেবে ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসরতদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান রোববার থেকে শুরু হচ্ছে। এদিন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এ কর্মসূচি শুরু হবে। এদিকে আগামী রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে কওমি মাদরাসার শিক্ষার্থীদেরও করোনার টিকা দেওয়া শুরু হবে।

এর আগে, ৩০ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনাভাইরাস প্রতিরোধে দেশের ভাসমান নাগরিকদের জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে।

one pherma

তিনি আরো বলেন, আমরা জনসন অ্যান্ড জনসন কোম্পানির কিছু করোনার টিকা পেয়েছি। এগুলো আমরা যারা ভাসমান মানুষ আছে, যাদের ঠিকানা সব সময় পাওয়া যায় না, তাদের দেওয়ার ব্যবস্থা করেছি। কারণ এটা সিঙ্গাল ডোজের টিকা। এক ডোজ দিলেই তার আর দ্বিতীয় ডোজ নেয়া লাগবে না। যারা দিন মজুর, ভাসমান লোক, যারা বিভিন্ন জায়গায় যাওয়া-আসা করছে, তাদের এ টিকা দেওয়া হবে।

ইবাংলা/ নাঈম/ ০৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us