করোনায় মৃত্যু ৩৬, শনাক্ত ৮৩৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন। শনিবার  (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Islami Bank

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ।

এর আগে, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছিল। তখন দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়ায় ২৮ হাজার ৫২৪ জনে। ঐ সময়ে সারাদেশের ৩৯ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে করোনা শনাক্ত হয় ৯ হাজার ৫২ জনের শরীরে। পরীক্ষার হিসাবে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৮৬ শতাংশ।

one pherma

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদফতর।

ইবাংলা/ নাঈম/ ০৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us