আ.লীগ সভাপতি মঞ্জুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ধনবাড়ী আ.লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

টাঙ্গাইল ধনবাড়ী পৌরসভার প্রথম চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি, জেলা পরিষদের সদস্য আলহাজ বদিউল আলম মঞ্জু আর নেই।

Islami Bank

শুক্রবার দিনগত মধ্য রাতে ঢাকার বারডেমে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১ টার দিকে প্রয়াত বদিউল আলম মঞ্জুর স্ত্রী জহুরা আলমকে ফোন দিয়ে তিনি পরিবারের সদস্যদের শান্তনা দেন ও সমবেদনা জানান। প্রয়াতের ছেলে শেখ শাহরিয়ার আলম শিবলু এমন তথ্য নিশ্চিত করেছেন।

বর্ণিল রাজনৈতিক পরিবারের সদস্য জনপ্রিয় বদিউল আলম মঞ্জুর মৃত্যুর খবরে নেতাকর্মিসহ
মধুপুর – ধনবাড়ীর সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বর্নিচন্দবাড়ী গ্রামের কৃতি সন্তান প্রয়াত মঞ্জু বর্ণিল রাজনৈতিক ইতিহাসের সাক্ষী ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক প্রয়াত আলহাজ শেখ নিজামুল ইসলাম (মুনছুর ডাক্তার) এর জ্যেষ্ঠপুত্র। তিনি পাইস্কা ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান,ধনবাড়ী পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

one pherma

অবিভক্ত মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি বর্তমান ধনবাড়ী উপজেলা আ’লীগের সভাপতিসহ বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে ছিলেন। টাঙ্গাইল জেলা পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সদস্য ছিলেন।

এ দিকে স্থানীয় সংসদ সদস্য আ’লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এম পিও শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

বিকেল ৩ টায় প্রয়াতের জানাজা নামাজে কৃষি মন্ত্রীসহ আশপাশের উপজেলার দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন জানায় শরীক হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, রাজনৈতিক
অনুসারী রেখে গেছেন।

ইবাংলা/এইচ/ ৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us