ট্রলার ডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধিঃ

আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮টি ট্রলার ডুবির ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত দুই জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনো ১২ জেলে নিখোঁজ রয়েছে বলে জানাযায়।

Islami Bank

ডুবে যাওয়া ১৮টি ট্রলারের মধ্যে এখন পর্যন্ত ১২টি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়। শুক্রবার রাত ১০টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

এসব ট্রলারে থাকা অধিকাংশ জেলেই সাঁতরে ও অন্য ট্রলারের সহায়তায় রাতেই জীবিত উদ্ধার হন। কিন্তু তারপরও বেশ কয়েকজন জেলে নিখোঁজ থাকেন।

শনিবার বিকালে বন বিভাগ, দুবলা ফিশারম্যান গ্রুপ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুবলার চর থেকে ৪৫ কিলোমিটার দূরে গভীর সাগর থেকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

one pherma

এ দুজন হলেন- এফবি মা-বাবার দোয়া ট্রলারের মামুন (৪০) ও এফবি জামিলা ট্রলারের ইসমাইল (৩০)। মামুনের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার কালীগঞ্জ আর ইসমাইলের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামে।

বন বিভাগের এই কর্মকর্তা বলেন, এখনো নিখোঁজ রয়েছে ১২ জেলে। ডুবে যাওয়া ১৮টি ট্রলারের মধ্যে ১২টি উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইবাংলা/ ই/ ৫ ফেব্রুয়ারি,২০২২

Contact Us