কওমি শিক্ষার্থী-ভাসমান মানুষ আজ থেকে টিকা পাবেন!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের কওমি মাদরাসার প্রায় ৩০ লাখ শিক্ষার্থী ও ভাসমান মানুষদের করোনাভাইরাসের টিকা দেবে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ভাসমান মানুষরা পাবেন মডার্নার টিকা আর মাদরাসা শিক্ষার্থীরা পাবেন ফাইজার। রোববার(৬ ফেব্রুয়ারি) থেকে শুরু এ টিকাদান কার্যক্রম।এদিন সকালে মিরপুর কওমি মাদরাসা শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আর বিকেলে টিকা পাবেন কমলাপুর রেলস্টেশনের ভাসমান মানুষ।

স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কমিটির সদস্য সচিব শামসুল হক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে রোববার ৯টায় মিরপুর জামিয়া কওমি মাদরাসায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে। তিনি বলেন, টিকা কার্যক্রম শুধু ঢাকা নয়, সারাদেশের কওমি মাদরাসায় টিকা দেওয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।

শামসুল হক আরও বলেন, স্কুলশিক্ষার্থীদের যেভাবে টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। ইটভাটার শ্রমিক, জেলে সম্প্রদায় এবং বেদে পল্লীতেও টিকা দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে, ফাইজারের টিকা দেওয়ার মতো উপযোগী কেন্দ্রও প্রস্তুত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দেওয়া তালিকা অনুসারেই সাজানো হয়েছে কার্যক্রম।

এর আগে, স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও মাদরাসা শিক্ষার্থীরা টিকাদান কার্যক্রমের বাইরে ছিল। অপরদিকে, ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় ছয় লাখ ভাসমান মানুষকে মডার্নার টিকা দেওয়া হবে। এর মধ্যে ঢাকায় দুই লাখ ৮৫ হাজার ভাসমান মানুষ রয়েছেন।

ইবাংলা/ নাঈম/ ০৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us