এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের এক নম্বর ব্যাটার বাবর আজম। কিন্তু তার ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না তার স্বদেশি কিংবদন্তি ইনজামাম-উল-হক। পাকিস্তান অধিনায়কের ওপর ক্ষোভ ঝেড়ে এ সাবেক তারকা বলেছেন, দলকে জেতাতে না পারলে আগেভাগে আউট হয়ে যেতে। কারণ, গত ৪ জানুয়ারি পেশোয়ার জালমির বিপক্ষে বাবর আজমের ব্যাটিং পারফরম্যান্স ভালো লাগেনি ইনজামামের।
এ মুহূর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলছেন বাবর। দলটির অধিনায়কও তিনি। পেশোয়ার জালমির বিপক্ষে ওই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান তুলেছিল পেশোয়ার। ১৭৪ রানের তাড়ায় পুরো ২০ ওভার খেলে ৯ রানে হারে করাচি। ৬ উইকেটে ১৬৪ রানে থেমেছে করাচির ইনিংস। ম্যাচে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত থাকেন করাচির অধিনায়ক বাবর আজম। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। ৬৩ বলে ৯০ রানের ইনিংস খেলেন তিনি। দলকে জেতাতে না পারায় বাবর আজমের সমালোচনা করেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ’-এর অনুষ্ঠান ‘জশন-ই-ক্রিকেট’কে ইনজামাম বলেন, ‘তুমি যদি বিশ্বের ১ নম্বর ক্রিকেটার হও এবং পুরো ২০ ওভার উইকেটে থাকো, তাহলে ম্যাচটা শেষ করে আসা উচিত। তা না পারলে আগেভাগে আউট হয়ে যাও।’
শেষ ওভারে করাচির প্রয়োজন পড়ে ২৯ রান। বাবর ওই ওভারে চারটি চার হাঁকালে দলে রান যুক্ত হয় ১৯। ইনজামামের প্রশ্ন, ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাবর উইকেটে থাকতেও করাচিকে শেষ ২ ওভারে কেন ৪৩ রান তাড়া করতে হবে।
ইবাংলা/ নাঈম/ ০৬ ফেব্রুয়ারি, ২০২২