পুলিশের পরিচয়ে ছাগল নিয়ে পালাল প্রতারক

জেলা প্রতিনিধি, পাবনা

পাবনার ভাঙ্গুরায় পুলিশের লোক পরিচয় দিয়ে দুই সহোদর কৃষকের কাছ থেকে তিনটি ছাগল নিয়ে গেছে এক প্রতারক। ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Islami Bank

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সকালে উপজেলার ভবানীপুর দিয়াপাড়া গ্রামে ছাগল কিনতে আসেন এক ব্যক্তি। এ সময় তিনি নিজেকে থানা পুলিশের লোক পরিচয় দেন। ওই গ্রামের কৃষক আইয়ুব আলীর দুটি ছাগল ২৪ হাজার টাকা ও তার ভাই নবীর উদ্দিনের একটি ছাগল ১৩ হাজার টাকা দাম নির্ধারণ করেন। এরপর টাকা নিতে তার সঙ্গে থানায় যেতে হবে বলে ছাগলসহ মালিক আইয়ুব আলীকে ভ্যানগাড়িতে করে ভাঙ্গুরা বাজার এলাকায় নিয়ে যান।

সেখানে গিয়ে আইয়ুব আলীকে বলেন, স্যার তো আটঘরিয়া চলে গেছেন। আপনি সেখানে গিয়ে টাকাটা নিয়ে আসেন। এ বলে আইয়ুব আলীকে আটঘরিয়ার উদ্দেশে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেন। এই সুযোগে তিনি ছাগল নিয়ে পালিয়ে যান। আটঘরিয়ায় গিয়ে আইয়ুব প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে সেখানকার লোকজনের সহায়তায় ঘটনাটি আটঘরিয়া থানার ওসিকে জানালে তিনি ভাঙ্গুরা থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

one pherma

ভুক্তভোগী আইয়ুব আলী জানান, পাড়ার লোকজনের সামনেই ওই লোক থানা থেকে এসেছেন বলে পরিচয় দেন। তিনি তার কথায় বিশ্বাস করেছিলেন। এ বিষয়ে ভাঙ্গুরা থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাটি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুনের কাছ থেকে জেনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ইবাংলা/ নাঈম/ ০৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us