একই পরিবারের ৪ জনকে হত্যার পর হত্যাকারীর আত্মহত্য

আন্তর্জাতিক ডেস্ক

টেক্সাস অঙ্গরাজ্যে নিজ পরিবারের ৪ সদস্যকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় আহত হন আরও তিনজন। পরে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন ওই লোক। ৪১ বয়সী হামলাকারীর নাম কেভিন মিলাজ্জো। স্থানীয় সময় সন্ধ্যায় পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। একটি দৈনিককে পুলিশ জানিয়েছে, নাভারো কাউন্টির মিলাজ্জোর পরিবারের নিহতদের মধ্যে রয়েছেন তার সৎ বাবা উইলিয়াম মিমস (৬৮), মা কনি মিমস (৬১), তার ২১ বছর বয়সী ছেলে জোশুয়া মিলাজ্জো এবং তার সাবেক বান্ধবীর চার বয়সী ছেলে হান্টার ফ্রিম্যান।

Islami Bank

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এই ঘটনার খবর পায় পুলিশ। পরিবারের সবাইকে হত্যা করে গাড়িয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বন্দুকধারী কেভিন মিলোজ্জো। এ সময় পুলিশ তার পিছু নেয়। নিরাপত্তা বাহিনী তার কাছাকাছি চলে আসলে নিজের মাথায় গুলি করেন কেভিন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। এ ঘটনার কারণ এখনও উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

one pherma

সূত্র- দ্য হিল

ইবাংলা/ টিপি/ ০৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us