ধামরাইয়ে এক বধূ-দুই স্বামী নিয়ে চাঞ্চল্য

ইবাংলা ডেস্ক

ঢাকার ধামরাই উপজেলায় একই ঘরে বসবাস করছেন এক বধূ ও তার দুই স্বামী। এতদিন এটি সিনেমার গল্প হিসেবে লোকমুখে শোনা গেলেও এবার বাস্তবেই ঘটেছে এমন ঘটনা।

Islami Bank

শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনা জানাজানির পর স্থানীয়দের গণপিটুনিতে আটকের পর রেজাউল করিম রাজা মিয়া (৪৮) নামে এক প্রেমিক কৌশলে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। পলাতক রেজাউল ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের বাসিন্দা। স্ত্রীসহ আরেক স্বামী আছেন পুলিশ হেফাজতে। ওই তরুণী (২২) উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পলাতক ওই ব্যক্তি কৌশলে নিজের অর্ধ বয়সী ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আজ সন্ধ্যায় ওই ব্যক্তি লোকচক্ষুর আড়ালে তরুণীর ঘরে ঢুকে পড়েন। এরইমধ্যে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসে তার স্বামীও। ভেতর থেকে দরজা বন্ধ ও মানুষের আওয়াজ পেয়ে দরজার ফুটো দিয়ে তাকালে সে ওই যুগলকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে দু’জনকে আটক করা হয়। এরপর স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে খবর দেয় স্থানীয়রা। তারা আসলে প্রস্রাবের বেগ পেয়েছে জানিয়ে বাইরে গিয়ে কৌশলে পালিয়ে যায় অসমবয়সী প্রেমিক। পরে খবর পেয়ে পুলিশ এসে প্রেমিককে না পেলেও তরুণীকে স্বামিসহ জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে যায়।

one pherma

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ইমান আলীর কাছে জানতে চাইলে, ‘আমি কিছু জানি না’ বলে ফোন কেটে দেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আটককৃত প্রেমিক পালিয়ে গেছেন। পরে জিজ্ঞাসাবাদের জন্যে তরুণীকে প্রথম স্বামীসহ থানায় নিয়ে এসেছি। তারা অভিযোগ করলে ওই কথিত প্রেমিকের বিরুদ্ধে মামলা নেয়া হবে।

এর আগে, ২০১৭ সালে গোপালগঞ্জে, ২০১৯ সালে বগুড়া ও ময়মনসিংহে, ২০২০ সালে রাজশাহীতে চাঞ্চল্য সৃষ্টি করেছিল এক স্ত্রীর দুই স্বামী থাকার ঘটনা।

ইবাংলা/এইচ/ ৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us