দেশে ব্যাংক লেনদেন স্বাভাবিক সময়ে ফিরছে

নিজস্ব প্রতিবেদক :

ঈদুল আজহার আগে কঠোর বিধিনিষেধ শিথিল করার পর কয়েকদিনের জন্য ব্যাংক লেনদেনও স্বাভাবিক সময়ে ফিরছে। আগামী ১৫, ১৮ ও ১৯ জুলাই এই তিনদিন ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পরবর্তী কাজে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Islami Bank

মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে এক প্রজ্ঞাপনে নতুন এ সময় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরুর পর প্রথম সপ্তাহে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা এবং পরের সপ্তাহে ব্যাংকগুলোকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চালু রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

one pherma

ঈদকে সামনে রেখে চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে। কিন্তু ঈদের একদিন পরই আবারো কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো।

ই-বাংলা/ আইএফ/ ১৩ জুলাই, ২০২১

Contact Us