এবার রাশিয়া সফরে যাচ্ছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। আগামী ১০ ফেব্রুয়ারি তিনি এ সফরে যেতে পারেন বলে জানা গেছে। সোমবার (৭ ফেব্রুয়ারী) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরআইএ।

Islami Bank

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেন সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টার মধ্যেই রাশিয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা নিয়ে আলোচনা করছে মস্কো ও লন্ডন।

এদিকে পূর্ব ইউরোপে সংঘাত এড়ানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার মস্কো সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ম্যাক্রোঁর আশা, পুতিনের সঙ্গে সংলাপের মাধ্যমে আসন্ন সামরিক সংঘাত রোধে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

one pherma

তিনি বলেন, সীমান্তে সংঘাত বন্ধের শর্তাবলী নিয়ে আলোচনা করবো। তবে আমাদের খুব বাস্তববাদী হতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা থামানো অপরিহার্য হয়ে উঠেছে।

ইবাংলা/ টিপি/ ০৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us