আদমদীঘিতে দুই বোনকে ধর্ষণ, গ্রেফতার ২

মোঃ জামাদুল ইসলাম, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে চাচাতো দুই বোনকে ধর্ষণের অভিযোগে শিহাব হোসেন (২২) ও মিন্টু (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Islami Bank

গ্রেফতার সিহাব উপজেলার বিহিগ্রাম বাপিহারপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও  মিন্টু একই
গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে ‘ধর্ষণের শিকার’ তরুণী দুই বোনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই সাথে অভিযুক্ত দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় রোববার রাতে ভুক্তভোগী এক তরুণীর বাবা দুই
যুবককে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

one pherma

মামলা সূত্রে জানাযায়, চাচাতো দুই বোন নিজ বাড়ির দোতলায় একটি ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার রাত ১০টার সময় কৌশলে ওই দুই যুবক তাদের ঘরে প্রবেশ করে ধর্ষণের উদ্দেশ্যে তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় তাদের চিৎকারে পরিবারের লোকজন সেখানে গিয়ে ওই দুই যুবককে আটক করে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই দুই যুবক কৌশলে চাচাতো দুই বোনকে বিভিন্ন তারিখে একাধিকস্থানে নিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে বলে মামলায় উল্লেখ করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, চাচাতো দুই বোনকে ওই দুই যুবক ‘ধর্ষণ’ করেন বলে তাদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সেই মামলায় ওই দুই যুবককে গ্রেপ্তার দেখানো হয়। সেই সাথে ‘ধর্ষণের শিকার’ চাচাতো দুই বোনের ডাক্তারি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।

ইবাংলা/ এইচ/ ৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us