বইমেলায় আসছে মাহাদী সেকেন্দারের গল্পগ্রন্থ ‘প্রেয়সী’

নিজস্ব প্রতিবেদন

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত প্রকাশিত হচ্ছে মো. সাঈদ মাহাদী সেকেন্দারের প্রথম গল্পগ্রন্থ ‘প্রেয়সী’। বইটি প্রকাশ করছে বাবুই প্রকাশনী।

Islami Bank

প্রিতম পিতুর প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। এরই মধ্যে রকমারি ডটকমে বইটির প্রি-অর্ডার চলছে।

প্রকাশক মোরশেদ আলম হৃদয় বলেন, ‘প্রেয়সী’ কতগুলো গল্পের সমাহার। জীবনের গল্প, হাসি-কান্নার গল্প, প্রেম-প্রকৃতির গল্প। এসব গল্পজুড়ে জীবনের আনাগোনা। আশা করি পাঠককে আকৃষ্ট করবে।’

মো. সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, ‘বইটিতে মোট ১০টি গল্প স্থান পেয়েছে। কয়েকটি গল্প গণমাধ্যমে প্রকাশিত হলেও বেশিরভাগই অপ্রকাশিত। অধিকাংশ গল্প মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পড়ার সময়ে লেখা। প্রেম, সামাজিক অবস্থা এবং প্রকৃতি গুরুত্ব পেয়েছে প্রতিটি গল্পে।’

one pherma

মো. সাঈদ মাহাদী সেকেন্দার একাধারে লেখক, প্রাবন্ধিক, গবেষক, সাংস্কৃতিক সংগঠক। তিনি দৈনিক অধিকারের ফিচার সম্পাদক হিসেবে কাজ করছেন। পাশাপাশি বিতর্ক, অভিনয়, উপস্থাপনাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়।

এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে তার কলাম, ছোটগল্প, কবিতা, ফিচারসহ দুই শতাধিক লেখা প্রকাশিত হয়েছে।

ইবাংলা/ এইচ/ ৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us