সপ্তম ধাপের ইউপি নির্বাচন ভালো হয়েছে: ইসির অতিরিক্ত সচিব

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। ২০ জেলার ২৪টি উপজেলায় এসব ইউপিতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এরমধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন ও বাজালিয়ায় নির্বাচনি সহিংসতায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Islami Bank

নির্বাচন শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ভালো হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনের অতিরিক্ত সচিব।

সচিব বলেন, নির্বাচনি সহিংসতায় দুজন ব্যক্তি নিহত হয়েছেন। তারা ভোটকেন্দ্রের বাইরে স্থানীয় গোষ্ঠীর মধ্যে মারামারিতে মারা গেছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।

তিনি বলেন, নির্বাচন কমিশন জীবনহানির আশা করে না। কিন্তু এরপরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। এক্ষেত্রে কমিশনের ব্যর্থতা নেই। কারণ, সহিংস ঘটনাগুলো স্থানীয়ভাবে সংগঠিত হয়। সরাসরি কমিশনের কোনো দায় নেই। এটা স্থানীয় প্রশাসন দেখবে। আমরা স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে থাকি।

one pherma

সচিব বলেন, স্থানীয় পর্যায়ে ভোটাররা কেন্দ্রমুখী হয়েছে। উৎসবমুখর পরিবেশে ৭ম ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৩৬টি ইউপিতে ভোট হয়েছে। এর মধ্যে সাতটিতে নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনের তথ্য অনুযায়ী ইভিএমে ৬১ শতাংশ এবং ব্যালটে ৬৫ শতাংশ ভোট পড়েছে। স্থগিত করা হয়েছে ছয়টি কেন্দ্রের ভোট। নির্বাচন ভালো হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে যারা অনিয়মের সঙ্গে জড়িত, তদন্তে দোষী প্রমাণিত হলে তাদেরকে স্থায়ী বরখাস্ত করা হবে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কমিশন। অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। অভিযোগ প্রমাণিত হলে চাকরি চলে যাওয়ার মতো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

উল্লেখ্য, চলমান ইউপি নির্বাচনে ইতোমধ্যে সপ্তম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোট হয়েছে। ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। এরপর ষষ্ঠ ধাপে ২১৬ ইউপিতে ৩১ জানুয়ারি ভোটগ্রহণ করা হয়। অষ্টম ধাপে ৮টি ইউনিয়ন পরিষদের ভোট নেওয়া হবে আগামী ১০ ফেব্রুয়ারি।

এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে তার কলাম, ছোটগল্প, কবিতা, ফিচারসহ দুই শতাধিক লেখা প্রকাশিত হয়েছে।

ইবাংলা/ এইচ/ ৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us