টিকাপ্রাপ্তদের জন্য সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

টিকাপ্রাপ্ত পর্যটক এবং অন্যান্য ভিসাধারীদের জন্য আবারও সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। প্রায় দুই বছর পর সীমান্ত খুলে দেওয়ার এই ঘোষণা দিলো দেশটি। নতুন এই সিদ্ধান্ত আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

Islami Bank

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আপনি যদি দুই ডোজ টিকা নিয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।

one pherma

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বের যে কয়েকটি দেশ সীমান্তে সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে তাদের মধ্যে অস্ট্রেলিয়া একটি। ২০২০ সালের মার্চে সীমান্ত বন্ধ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। তবে গত ডিসেম্বর থেকে কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী এবং দক্ষ অভিবাসীদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে শুরু করে কর্তৃপক্ষ।

ইবাংলা/ টিপি/ ০৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us