বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোয়াংছড়ি ও থানচি উপজেলা দুই ইউনিয়নে পরিষদ সমূহের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যাগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক সভাকক্ষে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত চেয়ারম্যাগণকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানান জেলা প্রশাসন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি উপস্থিত থেকে দুই উপজেলার রোয়াংছড়ি ৪ জন ও থানচি ৪ জনসহ মোট আটজন নব-নির্বাচিত চেয়ারম্যানগণদের শপথ বাক্য পাঠ করানো হয়।
শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সমাজের দ্বায়িত্ব নেওয়াই হলো প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজের এলাকায় জনগণনের সুখ-দুঃখকে সব সময় খোঁজ নেওয়া ও পাশে থাকার জনপ্রতিনিধিদের কাজ। তাই দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোনো অপ্রতিকর কাজ না করে দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি।
ইবাংলা/ এইচ/ ৮ ফেব্রুয়ারি, ২০২২