বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোয়াংছড়ি ও থানচি উপজেলা দুই ইউনিয়নে পরিষদ সমূহের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যাগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক সভাকক্ষে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত চেয়ারম্যাগণকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানান জেলা প্রশাসন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি উপস্থিত থেকে দুই উপজেলার রোয়াংছড়ি ৪ জন ও থানচি ৪ জনসহ মোট আটজন নব-নির্বাচিত চেয়ারম্যানগণদের শপথ বাক্য পাঠ করানো হয়।

one pherma

শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সমাজের দ্বায়িত্ব নেওয়াই হলো প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজের এলাকায় জনগণনের সুখ-দুঃখকে সব সময় খোঁজ নেওয়া ও পাশে থাকার জনপ্রতিনিধিদের কাজ। তাই দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোনো অপ্রতিকর কাজ না করে দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি।

ইবাংলা/ এইচ/ ৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us