টানা বৃষ্টি ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ সবজি চাষীরা

ই-বাংলা ডেস্ক রিপোর্ট :

গেল কয়েক দিনে নরসিংদীতে টানা বৃষ্টি ও ভারী বর্ষণে নষ্ট হয়েছে নিম্নাঞ্চলের সবজি খেত। এতে সবজির সরবরাহ কমে দাম বাড়লেও লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। নতুন করে চারা রোপণের প্রস্তুতি নিলেও বৃষ্টির শঙ্কায় অনিশ্চয়তায় কৃষকরা। কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে নরসিংদী জেলার নিম্নাঞ্চলের বেশির ভাগ সবজি খেত। নষ্ট হয়েছে লাউ, ধুন্দল, মিষ্টি, কুমড়া, বেগুন, ঢেড়শসহ বিভিন্ন সবজির বাগান।

স্থানীয় একাধিক কৃষক জানান, পানি সরে গেলেও বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে আবাদ করা যাচ্ছে না। এছাড়া বৃষ্টির পানি জমে নষ্ট হয়েছে বীজতলা। উৎপাদন কমে যাওয়ায় বাজারে সবজির সরবরাহ কমেছে। এতে দাম বাড়লেও ক্ষতি পোষাতে পারছেন না কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। উপ সহকারী কৃষি কর্মকর্তা জোসনা বেগম বলেন, কৃষদের তালিকা আমি অলরেডি উপজেলায় পাঠিয়ে দিয়েছি।

জোসনা বেগম আরও বলেন ৩ থেকে ৪ দিন পানি জমে থাকলেই সবজীগুলো ঢলে পড়বে এবং গাছগুলো হেলে যাবে। তাই কৃষকদেরকে আমরা বলছি যেভাবেই হোক যত তারাতারি সম্ভব পানি নিশ্কাষন করতে হবে।

চলতি মৌসুমে জেলার ৬ হাজার ৮শ’ ৯০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। এরমধ্যে জেলার ছয়টি উপজেলায় কমবেশি সবজির ক্ষেত ও বীজতলা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

ই-বাংলা/ আইএফ/ ১৩ জুলাই, ২০২১

Contact Us