ইউপি সদস্যদের শপথ গ্রহণ

সাইদুর রহমান তসলিম, নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে নব নির্বাচিত ইউপি সদস্য এবং মহিলা সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির ভার্চুয়াল উপস্থিতিতে এ শপথ গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Islami Bank

বুধবার (৯ জানুয়ারি) দুপুরে মনোহরদীর ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৮১জন সদস্য ও ২৭ জন মহিলা সদস্যদের এখানে শপথ গ্রহন করেছেন। সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভার্চুয়াল উপস্থিতিতে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এ.এস. এম কাসেম তাদের শপথ বাক্য পাঠ করান।

উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ শপথ গ্রহন অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি শিল্পমন্ত্রী ভার্চুয়াল ভাষনে নবনির্বাচিতদের অভিনন্দিত করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

one pherma

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি,বড়চাপা ইউপি চেয়ারম্যান এম, সুলতান উদ্দীন,মহিলা ইউপি মেম্বারদের পক্ষে রোকেয়া আক্তার,ইউপি মেম্বার জামাল উদ্দীন তুফান প্রমুখ বক্তব্য রাখেন।

ইবাংলা/ ই/ ৯ ফেব্রুয়ারি,২০২২

Contact Us