মিজান-বাছিরের মামলার রায় ২৩ ফেব্রুয়ারি

আদালত প্রতিবেদক :

পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ঘুস লেনদেনের অভিযোগে করা মামলার রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত।

Islami Bank

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রায় ঘোষণার জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর মামলাটিতে সাক্ষ্য নেয়া শেষ হয়। মামলার চার্জশিটভুক্ত ১৭ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

উল্লেখ্য, ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ মামলা করেন। ঘুষের অভিযোগ ওঠার পর তাদের দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়।

one pherma

ওই বছরের ২২ জুলাই বাছিরকে গ্রেফতার করে দুদকের একটি দল। আরেক মামলায় গ্রেফতার ডিআইজি মিজানকেও পরে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এরপর একই বছরের ১৮ মার্চ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ইবাংলা/ ই/ ১০ ফেব্রুয়ারি,২০২২

Contact Us