সাহসিকতার পুরস্কার পেল মুসকান

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের এক মুসলিম শিক্ষার্থীর ভিডিও। এতে দেখা যায়, মান্ডিয়া কলেজে এক দল গেরুয়া ওড়না পরা তরুণের স্লোগান ও চিৎকারের মুখে পড়েন হিজাব পরহিত ছাত্রী মুসকান ,কিন্তু তিনি আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের রুখে দাঁড়ান।

মুসকান খান নামের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সাহসীকতার জন্য ভারতের নেতৃস্থানীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ তাকে ৫ লাখ রুপি পুরস্কার দিয়েছে । খবর- টাইমস অব ইন্ডিয়া। বুধবার সংগঠনটির কর্নাটক রাজ্য সভাপতি মুফতি ইফতেখার আহমদ মুসকানের পরিবারের কাছে এ চেক হস্তান্তর করেন। এর আগে মঙ্গলবার রাতে এ পুরস্কারের ঘোষণা দেন জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী।

জমিয়তের ভেরিফাইড ফেসবুক পেজে মুসকানকে অভিনন্দন জানিয়ে বলা হয়, কর্ণাটক পিইএস কলেজ মান্ডিয়ার সাহসী ছাত্রী মুসকান খানকে তার সাহসী প্রতিবাদের জন্য আন্তরিক অভিনন্দন। তিনি সাহসের মাধ্যমে নিজের সাংবিধানিক ও ধর্মীয় অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন। তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এই সাহসী কন্যাকে উৎসাহের জন্য নগদ পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হলো।

বুধবার জমিয়তের কর্নাটক রাজ্য সভাপতি মুফতি ইফতেখার আহমদ একটি প্রতিনিধি দল নিয়ে মুসকান খানের বাসায় গিয়ে এ পুরস্কার প্রদান করেন।

উল্লেখ্য, জানুয়ারির শেষের দিকে উদুপি সরকারি মহিলা কলেজে ছয় ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস করতে না দেওয়ার অভিযোগে শুরু হয় এই বিক্ষোভ।

ইবাংলা/টিপি/ ১০ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us