ঘূর্ণিঝড়ে মাদাগাস্কারে ৬১ হাজার গৃহহীন, নিহত ৯২

আন্তর্জাতিক ডেস্ক

ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের আঘাতে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে গৃহহীন হয়েছেন ৬১ হাজারের বেশি মানুষ। এতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯২ তে । এ অবস্থায় দেশটির অন্তত ১ লাখ ১২ হাজার মানুষের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। বুধবার এসব তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এরই মধ্যে সহায়তা কার্যক্রম শুরু করেছে জাতিসংঘসহ বিভিন্ন দাতব্য সংস্থা।

Islami Bank

মাদাগাস্কারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটির ভারত মহাসাগর উপকূলীয় শহর ইকোঙ্গোতে। শুধু এ শহরটিতেই ৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশের মৃত্যু হয়েছে ঘরের ছাদ ধসে। কৃষি নির্ভর দেশটির বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ২০টি সড়ক ক্ষতিগ্রস্ত ও ১৭টি ব্রিজ ভেঙে গেছে। যে কারণে ব্যাহত হচ্ছে সহায়তা কার্যক্রম।

one pherma

ইবাংলা/টিপি/ ১০ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us