সৌরঝড়ের কারণে স্পেস এক্সের ৪০ স্যাটেলাইট বিকল

আন্তর্জাতিক ডেস্ক

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের মহাকাশে পাঠানো ৪৯টি স্যাটেলাইটের মধ্যে ৪০টিই বিকল হয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। সৌরমণ্ডলীয় ঝড়ের কারণে এ বিপর্যয়ের মধ্যে পড়েছে প্রতিষ্ঠানটি। ঝড়ের কারণে সূর্য থেকে অধিক মাত্রার বিকিরণের কারণে ক্ষতিগ্রস্ত হয় স্যাটেলাইটগুলো।

Islami Bank

মহাকাশে কোনো সৌরঝড়ের কারণে একসঙ্গে এতগুলো স্যাটেলাইট বিকলের ঘটনা এটিই প্রথম। তবে ঝড়ের ব্যাপারে আগে থেকেই জানার পরও স্যাটেলাইটগুলো পাঠানোর সিদ্ধান্তের ব্যাপারে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এ ছাড়া এতগুলো স্যাটেলাইট হারানোতে কোম্পানিটির ক্ষয়ক্ষতির ব্যাপারেও কিছু জানানো হয়নি।

one pherma

ইবাংলা/টিপি/ ১০ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us