যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর হামলাকারীরও মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে একটি বাড়িতে এক নারী ও শিশুকে বন্দি রাখা হয়েছে এমন খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গে বাড়িটিতে পৌঁছে অস্ত্রধারী এক ব্যক্তিকে দেখতে পান তারা।
এ সময় পুলিশ বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অস্ত্রধারী।গুলিতে গুরুতর আহত হন নিরাপত্তা বাহিনীর এক সদস্য। তাকে নিরাপদে সরিয়ে আনার কিছুক্ষণ পরই আবারো বাড়িটিতে প্রবেশের চেষ্টা করে পুলিশ। সে সময় বন্দুকধারীর গুলিতে আহত হন আরো বেশ কয়েকজন পুলিশ সদস্য।
এরপর অস্ত্রধারীর সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হয়। তার কোনো সাড়া না পেয়ে বাড়ির ভেতরে গিয়ে অস্ত্রধারীর মরদেহ দেখতে পান তারা। এ সময় আহত এক নারী ও এক শিশুকেও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে অস্ত্রধারী কীভাবে মারা গেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি।
ইবাংলা/ টিপি/ ১২ ফেব্রুয়ারি, ২০২২