পিএসএল থেকে ‘চিরবিদায়’আফ্রিদি!

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আর কখনো দেখা যাবে না শহীদ আফ্রিদিকে। শরীরের অসহ্য ব্যথার কারণে টুর্নামেন্টের সপ্তম আসরের মাঝপথে মাঠের বাইরে ছিটকে পড়েছেন এই পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার। পিএসএলে আর কখনো খেলা হচ্ছে না, এ বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ছোট্ট এক ভিডিও বার্তায় সমর্থকদের কাছ থেকে বিদায় নেন তিনি।

Islami Bank

ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘আমি ভালোভাবেই পিএসএল শেষ করতে চেয়েছিলাম। তবে গত ১৫-১৬ বছর ধরে বয়ে চলা লোয়ার ব্যাক ইঞ্জুরির কারণে এখন কুঁচকি, হাঁটু এমনকি পায়ের আঙুলগুলোতেও ব্যথা হচ্ছে।’ আফ্রিদি জানান, শরীরকে বিশ্রাম দিতেই তিনি পিএসএলকে বিদায় বলেছেন। ৪১ বছর বয়সী এই ক্রিকেটার শেষবারের মত পাকিস্তান সুপার লিগে অংশ নিচ্ছিলেন।

আফ্রিদি আগেই জানিয়েছিলেন, এবারই শেষবারের মত পিএসএলে অংশ নিচ্ছেন তিনি। নিজের শেষ পিএসএলে এই তারকা অলরাউন্ডার খেলছিলেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। করোনার কারণে শুরুর কিছু ম্যাচ খেলতে পারেননি। এরপর মাঠে ফিরে গড়েন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।

one pherma

নিজের শেষ পিএসএলে মাত্র তিনটি ম্যাচ খেলা হয়েছে আফ্রিদির। বল হাতে শিকার করেছেন তিনটি উইকেট। একটি ম্যাচে ক্রিজে নামার সুযোগ হয়েছিল, সেই ম্যাচে রান করেছেন ৪। বিদায়ী আসরে ভালো খেলতে না পারায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

ইবাংলা/ নাঈম/ ১৩ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us