‘স্বৈরাচার প্রতিরোধ দিবসের’ স্মরণে ফুল বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষার্থীরা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসের ডায়না চত্বর এলাকায় ভ্যানচালক, দোকানকার ও শ্রমজীবীদের মাঝে ফুল বিতরণ করেছেন তারা।
এসময় ফুল বিতরণকালে উপস্থিত ছিলেন: বাংলা বিভাগের জি কে সাদিক, আইন বিভাগের রুমি নোমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আজিজুল হক পিয়াসসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
জি. কে. সাদিক বলেন, ‘ভালোবাসা দিবসের নামে ঢাকা পড়েছে সামরিক স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে শিক্ষার্থীর গণআন্দোলনের সূচনাকারী ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’। বৈষম্যের শিক্ষানীতি বাতিল ও গণতন্ত্রের দাবিতে রাজপথে রক্ত ঝরানো ও শহীদদের আত্মত্যাগকে মনে রাখেননি অনেকেই। ১৯৮৩ সালের আজকের এই দিনে মজিদ খান শিক্ষনীতির বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্রজনতা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে প্রায় দশ জনের মত শহীদ হয়েছিল। সেই স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আমরা এই আয়োজন করেছি।’
উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী জমায়েত ডাকে ছাত্র সংগ্রাম পরিষদ। মজিদ খানের শিক্ষানীতি প্রত্যাহার, বন্দী মুক্তি ও জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকারের দাবিতে এই জমায়েতের ডাক দেয়া হয়। জমায়াতে তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকার হামলা চালায়। এতে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মোজাম্মেল, দীপালী, জয়নাল, কাঞ্চনসহ অনেকেই। তবে হামলার প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। সেই থেকেই এই দিনটি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃত।