পোল্যান্ডে আশ্রয় ইউক্রেনে আটক বাংলাদেশিদের

প্রবাস বাংলা ডেস্ক

যুদ্ধের দামামা বাজছে ইউক্রেনে! যুদ্ধের আশঙ্কায় ইউক্রেনে বিদেশি নাগরিকদের মধ্যে বিরাজ করছে নানা আতঙ্ক ঠিক এমন সময় পোল্যান্ড সরকারের ঘোষণায় বাংলাদেশিদের মাঝে স্বস্তি বিরাজ করছে।

Islami Bank

অস্থিরতার মধ্যে অনেক দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। এ খবর নিশ্চিত করেছে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা।

লায়লা বলেন, ‘পোল্যান্ড সরকার ব্রিফিং করে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের আশ্রয় দেবে বলে জানিয়েছে। তারা ১৫ দিনের জন্য শেনজেন ভিসা দেবে। ব্রিফিংয়ের পর পরই ইউক্রেন ত্যাগে আগ্রহী বাংলাদেশিদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করতে বলা হয়েছে।

বাংলাদেশিদের কেউ যদি ইউক্রেন ছেড়ে চলে যেতে চায় যেতে পারে। যারা থাকতে চান তাদের পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পরামর্শ দেয়া হয়েছে।’

one pherma

ইউক্রেনে ঠিক কতজন বাংলাদেশি আছেন তার সঠিক সংখ্যা জানা নেই দূতাবাসের। তবে তাদের সঙ্গে কয়েক শ’ বাংলাদেশি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন।

এদিকে, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে সে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এই পরামর্শ দেয়। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ইবাংলা/ ই/ ১৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us