করোনা ইউনিটের আইসিইউ’তে আগুন, একজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় অক্সিজেন সংকটে একজন করোনা রোগির মৃত্যু হয়েছে বলে স্বজনদের দাবি। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল তিনটার দিকে হাসপাতালে আগুনের সূত্রপাত হয়।

Islami Bank

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু, অগ্নিকাণ্ডের ঘটনায় অক্সিজেন সংকটে সাইফুল (৪০) নামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। হাসপাতালটির আইসিইউ ইউনিটে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

one pherma

এদিকে, আগুনের সূত্রপাত হলে আইসিইউ ইউনিটসহ পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনা রোগীরা মুহুর্তেই বেড ত্যাগ করে বাইরে বেরিয়ে আসে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিন সদস্যের তদন্ত কমিটির গঠনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি।

পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে জানিয়ে বিকল্প ব্যবস্থায় চিকিৎসা কার্যক্রম চালানোর কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বেশি সংকটে থাকা রোগীদের ঢাকা ও মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে স্থানান্তরের কথা জানিয়েছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।

ই-বাংলা/ আইএফ/ ১৫ জুলাই, ২০২১

Contact Us