ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাস্থবিধি মেনে সশরীরে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস শুরুর পাশাপাশি এই তারিখ থেকে পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষা নেয়া হবে। অফিসগুলোও মঙ্গলবার থেকে যথারীতি খোলা থাকবে।

Islami Bank

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে চার সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীর শ্রেণি কার্যক্রম বন্ধ আছে।আবাসিক হল খোলা রেখে ক্লাস নেয়া হচ্ছে অনলাইনে৷ আগামীকাল রোববারও বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম এই পদ্ধতিতেই চলবে ৷ করোনা পরিস্থিতির অবনতি হলে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য হল খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

one pherma

সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ালে ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আপাতত সশরীরে ক্লাসে যাচ্ছে না৷ ক্লাস চলবে অনলাইনে৷ সরকার ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব মাধ্যমিক ও কলেজ সশরীরে শিক্ষা কার্যক্রমের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। ১ মার্চ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।

ইবাংলা/ নাঈম/ ১৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us