সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় ২০ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজে বের করতে ২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। পঞ্চম বৈঠকে শেষে শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে তিনি বলেন, এই ২০ জন থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে কমিটি আগামীকাল রোববার (২০ ফেব্রুয়ারি) পরবর্তী বৈঠকে বসবে।

Islami Bank

সচিব আরো বলেন, আইনে প্রদত্ত বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। আগামী দু-একটি সভায় চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তী সভা আগামীকাল রোববার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। ১০ জনের নামের চূড়ান্ত তালিকা কখন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আরো দুই একটা মিটিং হবে। এরপর যাবতীয়সহ সব আপনারা জানতে পারবেন।

one pherma

এর আগে, বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

ইবাংলা/ নাঈম/ ১৯ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us