দুজন দুই ধর্মের, ফারহান-শিবানির বিয়েটা হলো কোন রীতিতে?

বিনোদন ডেস্ক

সেজে উঠেছে জাভেদ আখতারের খান্ডালার খামারবাড়ি। কারণ এখানেই বিয়ের আসরে বসবে ছেলে ফারহান আখতার। চার বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে চারহাত এক হচ্ছে ফারহান-শিবানির। কিন্তু দুইজন দুই ধর্মের হওয়ার কারণে তাদের বিয়েটা কোন রীতিতে হয়েছে তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন থেকেই যায়?

ইতোমধ্যে বিয়ের ভেন্যুতে পৌঁছে গিয়েছেন অতিথিরা। আর গত কয়েকদিন ধরেই ফারহানসহ তার স্বজনরা সেখানে অবস্থান করছেন। জানা যায়, একদম ঘরোয়া আয়োজনেই বিয়ে সারছেন দুজনে। তাদের পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বিয়ের আসরে। আর বিয়ে হলো ফারহান ও শিবানির নিজস্ব পদ্ধতিতে।

সেটা কেমন?
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করেননি তারা। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করেন। আর বিয়ের সেই শপথগুলি নিজেরাই লিখেছেন!বিয়েতে অভিনব স্টাইলেও সাজলেন শিবানি। মাথায় লাল ওড়না, সঙ্গে লাল রঙা মারমেড গাউন। কালো রঙা টাক্সিডোতে ধরা দিলেন ফারহান।

ইবাংলা/ নাঈম/ ১৯ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us