বরগুনার জেলা ও দায়রা জজ কে বিদায় সংবর্ধনা

গোলাম কিবরিয়া, বরগুনা

বরগুনা জেলা ও দায়রা জজ মোঃ হাচানুল ইসলামকে বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা দিয়েছে বরগুনা জেলা আইনজীবী সমিতি।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বরগুনা জেলা আইনজীবী সমিতির হল রুমে সভাপতি জহিরুল হক নান্নার সভাপতিত্ব প্রধান অতিধি ছিলেন: বরগুনার বিদায়ী জেলা ও দায়রা জজ মোঃ হাচানুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন: বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেরর বিচারক ও জেলা জজ মোঃ হাফিজুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এফ এম মেজবাউল হক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন, রাসেল মজুমদারসহ জজ শীপের বিচারক ও আইনজীবীগণ।

জেলা ও দায়রা জজ গত বছর ১৫ ডিসেম্বর বরগুনায় যোগদান করেন। তাকে ৯ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করা হয়েছে।

জেলা ও দায়রা জজ অল্প স্বপ্ল সময় যে টুকু কাজ করেছেন সেই কাজের ফিরিস্ত তুলে ধরে তিনি বলেন, বার ও বেঞ্চ সমন্বয় করে কাজ করলে কাজের আগ্রহ বাড়ে। তিনি আরো বলেন, আমার ইচ্ছা ছিল বার বেঞ্চের একটি ডকুমেন্টরী তৈরী করতে। সেটি আর হলো না। বরগুনা জেলার আরএস সিএস পর্চার মূল ভলিউম ছিল পটুয়াখালী জেলায়। স্বাধীনতার ৫০ বছর এবং ১৯৮৪ সালে বরগুনা জেলা হবার পর এখানকার জনগণ পটুয়াখালী গিয়ে পর্চা সংগ্রহ করতে হয়েছে। আমি কয়েক দিন আগে ২২টি ভলিউম এনেছি। সময় পেলে আরও কাজ করতে পারতাম।

ইবাংলা/এইচ/ ২০ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us