শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরো ৫জন। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুওে শরীয়তপুর – জাজিরা মহা সড়কের ভাস্করদী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি আটক করলে ও বাসের চালক পলাতক রয়েছে।
ময়না তদন্তের জন্য পালং মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে শরীয়তপুর সদও হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের মধ্যে আশংকা জনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে ।
নিহতের পরিবার ও পালং মডেল থানা সূত্রে যানাযায়, আজ দুপুর ২টার দিকে শরীয়তপুর থেকে মাঝির ঘাটের উদ্দেশ্যে অংকুর পরিবহন নামের একটি যাত্রী বাহী বাস ছেড়ে যায়। শরীয়তপুর সদও উপজেলার ডোমসার ইউনিয়নের ভাস্করদী এলাকায় গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল ও একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন ও মোটর সাইকেল দুমড়ে মুচড়ে রাসকের পাশের খাদে পরে যায় । এতে নসিমনের চালক শরীয়তপুর সদও উপজেলার চর চিকন্দি এলাকার গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে মফিজ উদ্দিন হাওলাদার (৪০) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় নসিমনের যাত্রী একই এলাকার সোবহান মাদবর (২০), সাগর আকন (২২) , মোটর সাইকেলের চালক শাহীন শেখ (২০) আহত হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি আক্তার হোসেন বলেন , দুঘৃটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই । এক জনের লাশ উদ্ধার করে শরীয়তপুর সদও হাসপাতাল মর্গে প্রেরণ করেছি এবং ঘাতক বাসটিকে আটক করেছি।
ইবাংলা/এইচ/ ২০ ফেব্রুয়ারি, ২০২২