প্রোটিয়াদের বিপক্ষে কোন ম্যাচই খেলা হচ্ছে না বোল্টের

ক্রীড়া ডেস্ক

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চোট ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে এই সিরিজের একটি ম্যাচও খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

সেই ম্যাচে খেলা হয়নি বোল্টের। পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন তিনি। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন এই পেসার। এই কারণে এতোদিন ছুটিতে ছিলেন বোল্ট। দ্বিতীয় টেস্টে তার একাদশে ফেরার কথা ছিল। কিন্তু চোটের কারণে সেটিও সম্ভব হচ্ছে না। তবে দলের সাথেই অনুশীলনে থাকবেন তিনি।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘ট্রেন্ট বোল্ট এখন যে পরিস্থিতিতে আছেন তাতে তিনি এই টেস্ট ম্যাচটি খেলতে পারবেন না। যেহেতু তিনি এতদিন পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন, তাই আগের ম্যাচও মিস করেছেন। এখন তাকে ঝুঁকি নিয়ে ম্যাচ খেলানোর থেকে না খেলানোই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি আমরা। ’

ইবাংলা/নাঈম/ ২১ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us