বরগুনায় মাতৃভাষা দিবস পালিত

গোলাম কিবরিয়া, বরগুনা সংবাদদাতা

বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১মিনিটে রাষ্ট্রের পক্ষে র্সবপ্রথম জেলে প্রশাসক হাবিবুর রহমান ফুললে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

Islami Bank

এরপরে পুলিশ বাহিনির পক্ষে পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গরি মল্লিক ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরপরই শ্রদ্ধা নিবেদন করেছেন বিচার বিভাগ, সিভিল র্সাজন, গণর্পূত বভিাগ, সড়ক ও জনপদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধদিপ্তর, এলজিইডি, সদও হাসপাতালরে তত্ত্বাবধায়কসহ সরকারি ও বেসরকারি দপ্তরসমূহ সাংবাদকি ইউনিয়ন, জেলা টেলিভেশন সাংবাদিক ফোরামও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করনে। পরে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

one pherma

ইবাংলা/এইচ/ ২১ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us