কোম্পানীগঞ্জে গাঁজা-চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা ও চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল বাশার লিটন (৪৯) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মতি মিয়াজী বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলে।

Islami Bank

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মতি মিয়াজী বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা কেনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক কারবারির একটি বসত ঘর থেকে ১৭ বোতল চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করে এবং মাদক কারবারি লিটনকে গ্রেপ্তার করে।

one pherma

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন রোমন আরো বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ইবাংলা/ এইচ/ ২২ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us