২৬ ফেব্রুয়ারির পরও করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে

ইবাংলা ডেস্ক

আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। তবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারির পরও প্রথম ডোজ দেওয়া হবে।

Islami Bank

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে টিকা দেওয়া হবে। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তবে, সাময়িকভাবে প্রথম ডোজের দিকে দৃষ্টি কম থাকলেও এর কার্যক্রম চলবে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা ২৬ ফেব্রুয়ারি বিশেষ টিকাদান কর্মসূচিতে ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ দেবো। ১০ কোটি ডোজ টিকা আমাদের হাতে আছে। আমরা এর আগেও এক দিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। এটি করার সক্ষমতা আমাদের আছে। বিশেষ এ কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হবো।’

one pherma

গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, প্রথম ডোজ টিকা দেওয়ার কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি শেষ হবে।

ইবাংলা/ এইচ/ ২২ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us