নিউইয়র্ক সিটিতে এক টুকরো বাংলাদেশ

প্রবাস ডেস্ক

নিউইয়র্কের জ্যামাইকায় একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’। তবে জ্যামাইকায় অবস্থিত এই রাস্তার আগের নাম ‘হোমলন স্ট্রিট’ও বহাল থাকবে বলে জানা গেছে।

Islami Bank

স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এই নতুন নামকরণ উদ্বোধন করা হয়। সবুজ রঙের স্টিল প্লেটে সাদা রঙে লেখা রয়েছে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’, যা বাংলাদেশের নতুন গৌরব। এ যেন নিউইয়র্ক সিটিতে এক টুকরো বাংলা।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেখানে স্থাপন করা হয়েছিল অস্থায়ী শহীদ মিনার। যেখানে বাঙালিরা শ্রদ্ধা নিবেদন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পতাকা আর ফুল নিয়ে অসংখ্য প্রবাসী বাংলাদেশি ও আমেরিকান নাগরিক উপস্থিত হন অনুষ্ঠানস্থলে।

এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলম্যান জেমস এফ জিনারো, স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রেন, নিউইয়র্কে নির্বাচিত প্রথম দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, কুইন্স কাউন্টির অ্যাটর্নি জেনারেল মেলিন্ডা কেটসসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

one pherma

নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসানও সেখানে উপস্থিত ছিলেন।

কাউন্সিলম্যান জেমস এফ জিনারো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বলেন, আজ আমরা বাংলাদেশকে উদযাপন করছি। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন।

সাউথ এশিয়ান আমেরিকান ভয়েস নামে একটি সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ তুহিন এটি নামকরণের প্রস্তাব রাখেন। তারপর ডিস্ট্রিক্ট কাউন্সিল ২৪ এর কাউন্সিলম্যান জেমস এফ জিনারো তা সিটি কাউন্সিলে উত্থাপন করেন। পরে ২০২১ সালের ১৫ ডিসেম্বর প্রস্তাবটি পাস হয়।

মোহাম্মদ তুহিন আরও বলেন, মনে হচ্ছে নিউইয়র্ক যেন এক টুকরো বাংলাদেশ। আমরা সবাই মিলে এটা করতে পেরেছি। আজ আমাদের আনন্দের দিন। আমি এই কাজের জন্য কোনো কৃতিত্ব নিতে চাই না।

ইবাংলা/ ই/ ২৩ ফেব্রুয়ারি,২০২২

Contact Us