সোমবার সন্ধ্যায় আসবে মডার্নার ৩৫ লাখ টিকা

ডেস্ক রিপোর্ট

বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ৩৫ লাখ ডোজ টিকা আজ রোববার (১৮ জুলাই) রাতে দেশে এসে পৌঁছাবে।

Islami Bank

রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

one pherma

এর আগে কোভাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টিকা অনুদান হিসেবে বাংলাদেশে আসে।

গত ২ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জুলাইয়ে বাংলাদেশ কোভ্যাক্সের মাধ্যমে আরও ৩৫ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন পাবে।

কোভ্যাক্স সুবিধায় কিংবা সরাসরি বিশ্বের অন্যান্য দেশকে টিকা দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি হিসেবে এই ডোজগুলো পাচ্ছে বাংলাদেশ।

Contact Us