আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ মরদেহ উদ্ধার

ইবাংলা ডেস্ক

সাভারে ইউনি ওয়ার্ল্ড-২ নামে এক জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে নেয়ার পর কারখানার ভেতর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

Islami Bank

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে, বিকেল সোয়া ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডের ইউনিওয়াল্ড ফুটওয়্যার নামের ওই জুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

one pherma

ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহগুলোর মধ্যে একটি নারীর, দুটি পুরুষের। ভেতরে আরও মরদেহ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

ইবাংলা/ এইচ/ ২৩ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us