রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক

দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর খবর পাওয় গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

Islami Bank

সকালে এক টেলিভিশনে ভাষনের মাধ্যমে ডনবাস এলকায় সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন পুতিন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ ছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

এদিকে বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

one pherma

এর আগে বিবিসির সংবাদদাতারা নিশ্চিত করেছিলেন যে, তারা রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেৎস্ক অঞ্চলের ক্রামাৎরস্ক এলাকায়ও বিকট শব্দ শুনেছেন।

এ ছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভে, দক্ষিণাঞ্চলীয় ওদেসায় এবং পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের অবলাস্ট এলাকায়ও বিস্ফোরণ হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার তথ্যে উঠে আসছে।সূত্র : বিবিসি

ইবাংলা/ জেএন/ ২৪ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us