রাষ্ট্রপতির সঙ্গে সশরীরে সাক্ষাত করবে সার্চ কমিটি

ইবাংলা ডেস্ক

শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সশরীরে সাক্ষাত করে এ তালিকা জমা দেবে তারা।

Islami Bank

রাষ্ট্রপতি এই তালিকা থেকে সাংবিধানিকভাবে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ দেবেন। তবে সূত্র বলছেন, নিয়োগ প্রজ্ঞাপনের আগে চূড়ান্ত এই ১০ নামের তালিকা প্রকাশ হবে না।

সূত্রমতে জানা গেছে, বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সার্চ কমিটি ও সাচিবিক দায়িত্বে থাকা কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গতকালই (বুধবার) করোনা পরীক্ষা করেছেন। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারা সবাই বঙ্গভবনে যাবেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরপরই এই সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে জাতীয় সংসদে ইসি গঠন প্রক্রিয়া নিয়ে আইন পাস হয়। পরে রাষ্ট্রপতি গত ৫ ফেব্রুয়ারি এই আইনের অধীনে ছয় সদস্য বিশিষ্ট ইসি সার্চ কমিটি গঠন করেন। দায়িত্ব পালনকালে কমিটি নিজেরা ৭টি সভা করেন এবং ইসি গঠনে পরামর্শ পেতে ৪৭ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।

এরই ধারবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নাম ওয়েব সাইটে প্রকাশ করে। এদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি পর্যায়ের নামও রয়েছে।

one pherma

তালিকা যাচাই-বাছাই করে কয়েকজনের নাম একাধিকবার পাওয়া যায়। সংশোধনের পর তালিকায় ৩১৫ জনের নাম ছিল। পরে তালিকায় নাম কমিয়ে ৫০ জন, পরে ২০ জন এবং সবশেষে ১০ জনের নাম রাখা হয়।

তবে, বিএনপি ও সিপিবিসহ কয়েকটি দল অনুসন্ধান কমিটিতে সরাসরি নামের কোনো তালিকা জমা দেয়নি বলে সূত্র জানিয়েছে।

ইসি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি শুরুতেই নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন, যেখানে বিএনপি এবং কয়েকটি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নেয়নি।

ইবাংলা/ ই/ ২৪ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us