ইউক্রেন: পাল্টাপাল্টি হামলায় সৈন্যসহ ১০০ নিহত

আর্ন্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযানের ঘোষণার পরপরই ইউক্রেনে হামলা শুরু করে রুশ সৈন্যরা। চলছে তুমুল লড়াই রাশিয়া ইউক্রেনের মধ্যে। এতে বেসামরিক নাগরিকসহ ১০০ জনের নিহত হওয়ার খবর পওয়া গেছে বিভিন্ন বার্তাসংস্থার মাধ্যমে।

ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। এতে হামলার প্রথম ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ জন বেসামরিক নাগরিক এবং ৫০ জন রাশিয়ান সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার সর্বশেষ ৫ তথ্য

ইউক্রেন বলছে, তারা ‘৫০ জন রাশিয়ান দখলদার সৈন্যকে’ হত্যা করেছে। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশ করার ঘণ্টাখানেক পর এ ঘোষণা আসে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের বিমান ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। ইউক্রেন দাবি করেছে, তারা দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন গেরাশচেঙ্কো বলেন, সামরিক সদর দফতর, বিমানবন্দর, কিয়েভ, খারকভ এবং ডিনিপারের কাছে সামরিক অস্রাগারগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। রাজধানীর প্রধান বিমানবন্দরের কাছেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছে সড়কে রাশিয়ার চারটি ট্যাংক ধ্বংস, লুহানস্ক অঞ্চলের একটি শহরের কাছে ৫০ সেনাকে হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলে ছয়টি রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

রাশিয়া তাদের বিমান বা সাঁজোয়াযানের ধ্বংসের বিষয়টি অস্বীকার করেছে। ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস বলছে, দক্ষিণ খেরসন অঞ্চলে তাদের তিনজন সৈন্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

ইবাংলা/ জেএন/ ২৪ ফেব্রুয়ারি,২০২২

Contact Us