প্রতিভা নিকেতনে শ্রীশ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত
বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সদরে প্রতিভা নিকেতনে নিউজিল্যান্ড সড়কে শ্রীশ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। স্বর্গীয় পিতা জলধর দে ও শ্রীমতি প্রতিভা দে এর স্মরণে বার্ষিক গীতাযজ্ঞ করেন। এসময় গীতাযজ্ঞ পৌরহিত্য করেন চট্রগ্রাম পটিয়া চক্রশালা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রননাথ ব্রক্ষচারী ।
অনুষ্ঠানে এসময় গীতাপাঠ পরিবেশন করেন চট্রগ্রাম কাটিরহাট হাটহাজারী শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রমে অধ্যক্ষ শ্রী পাদ গঙ্গাপদ গোস্বামী ।
লোকনাথ সেবাশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রননাথ ব্রক্ষচারী বলেন, বিশ্বশান্তি কামনায় গীতাযজ্ঞ হচ্ছে; আর বিশ্বের অসুখ মঙ্গলপাত্রে রাখা হচ্ছে।’
ব্রক্ষচারী আরও বলেন, ‘গীতা বাণী হচ্ছে- বিশ্ব মানবতার বাণী। শ্রী শ্রী মদ্ভাগবতগীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন- ‘জগতের মানুষ যেভাবে আমাকে উপাসনা করে, আমি তাকে সেভাবেই অনুগ্রহ করি; সকল মানুষ আমারই পথ অনুসরণ থাকে।’
গীতায় শ্রীকৃষ্ণ সকল মানুষের কথা বলেছেন- জানিয়ে তিনি বলেন, ‘সকল মানুষের কথা বলেছেন; এখানে কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান কাউকে ভাগ করে কথা বলা হয়নি।
‘সুতরাং এই গীতার বাণী বিশ্বমানবতার বাণী; আমরা যেন সব মানুষকে নিয়ে এক মানবজাতি গঠন করতে পারি। এই পৃথিবীটাকে যেন স্বর্গরাজ্যে রচনা করতে পারি।’
ইবাংলা/ ই/ ২৫ ফেব্রুয়ারি, ২০২২