ভারতের প্রথম লেসবিয়ান সিনেমা, অভিনয়ে বাঙালি তরুণী

বিনোদন ডেস্ক

ভারতের প্রথম লেসবিয়ান ক্রাইম ড্রামা ‘খাত্রা: ডেঞ্জারাস’ মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল। সিনেমাটি পরিচালনা করেছেন রাম গোপাল বর্মা। ‘খাত্রা: ডেঞ্জারাস’ সিনেমায় বেশ ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য রয়েছে। সেন্সর বোর্ডের অনুমতিতে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। বোল্ড এবং সাহসী দৃশ্যে ভরপুর এই ছবি। লেসবিয়ান ক্রাইম ড্রামায় রয়েছে অন্য চমক। অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এর কিরণময়ী-এর চরিত্রে একসময় বাজিমাত করেছিলেন নয়না।

ছবিতে নয়না গঙ্গোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন অপ্সরা রানি। দুজনকে সমকামী চরিত্রে দেখা যাবে।ছবি সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে পরিচালক রামগোপাল বর্মা বলেছেন, ‘দুই মহিলার মধ্যে অন্তরঙ্গ সম্পর্ককে তুলে ধরেছি। ভাবতে পারিনি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাব। সেকশন ৩৭৭ মান্যতা পাওয়ার পরই হয়তো বিষয়টা এতটা সহজ হয়েছে।’পরিচালক বলেন, এটাই ভারতের প্রথম লেসবিয়ান ছবি, যেটি ‘A’ সার্টিফিকেট পেয়েছে। নইলে আমি হতাশ হয়ে যেতাম।

ইবাংলা/নাঈম/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us