বিমানে মিলল ৯০ সোনার বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে প্রায় ৯০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। উদ্ধারকৃত সোনার ওজন প্রায় সাড়ে ১০ কেজি, যার বাজার মূল্য সাত কোটি টাকা।বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ঐ সোনা জব্দ করা হয়।

Islami Bank

শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতর জানায়, বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে আসা সোনা পাচার করা হয় ভারতে। বিমানের কেউ এর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

one pherma

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম সোনা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, বাংলাদেশে প্রতি বছর স্বর্ণের চাহিদা ২০-২৪ টন থাকলেও ২০২০-২১ অর্থ বছরে সোনা এসেছে ৩৬ টন। চলতি অর্থ বছরে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৪৩.৫৫ কেজি স্বর্ণ। যার বাজার মূল্য ১০৩ কোটি টাকা।

ইবাংলা/নাঈম/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us