বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন তথা আগামী মার্চের ১৭ তারিখ পর্যন্ত অমর একুশে বইমেলা চলবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রোববার (২৭ ফেব্রুয়ারি ) সচিবালয় মন্ত্রীর সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কে এম খালিদ বলেন, করোনার পরিস্থিতির কারণে একসময় সিদ্ধান্ত হয়েছিল বই মেলা বন্ধ থাকবে, পরবর্তীতে করোনা সংক্রমণের নিম্নগতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে। তাই ১৫ তারিখ থেকে বইমেলা চালু হওয়ার পর পুস্তক মালিক সমিতি, প্রকাশক থেকে শুরু করে লেখক সবারই একটা প্রস্তাবনা ছিল যে, বইমেলার সময় যেন আরো বাড়ানো হয়। প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন জানিয়েছিলেন। তখন আমরা বলেছিলাম, করোনা কমে গেলে বইমেলার সময় আরো বাড়াব। আজকের সুখবর হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মার্চ পর্যন্ত বইমেলা বাড়ানোর জন্য অনুমোদন দিয়েছেন। তাই ১৭ মার্চ পর্যন্ত বইমেলা চলবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ, তাই ১৭ মার্চ পর্যন্ত বইমেলা চালু রাখা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা চালিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর চিঠি দেওয়া হয়েছিল। সেটা তিনি গ্রহণ করেছেন এবং সম্মতি দিয়েছেন।

মন্ত্রী বলেন, গত বছর যারা বই মেলায় অংশগ্রহণ করেছিলেন, তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। করোনার কারণে সে সময় বইমেলা ১৮ মার্চ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পহেলা বৈশাখে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার কারণে ১২ এপ্রিল বইমেলা শেষ করা হয়। যার কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এবার তারা সেই ক্ষতি পুষিয়ে নিতে চায়, তাই সময় বাড়ানো হয়েছে।

তিনি বলেন, যেকোন সময়ের চেয়ে এবার বইমেলায় লোক সমাগম ও পাঠকের আগমন বেশি। বইমেলায় মানুষের ঢল নেমেছে। আমরাও চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে বইমেলা পরিচালনা করার জন্য। মাস্ক পড়ার জন্য এক ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে বইমেলা হচ্ছে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্য সাড়ে সাত লাখ স্কয়ার ফিট জায়গায় এবারের বইমেলা আয়োজন করা হয়েছে। তারপরেও অনেক স্বাস্থ্য বিধি মানতে চায় না। সবাই স্বাস্থ্য বিধি না মানায় আমরা অসন্তুষ্ট। বইমেলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

ইবাংলা/ নাঈম/ ২৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us