মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাকিব হাসান, মাদারীপুর

কালকিনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারী ) সকাল ১০টায় এ উপলক্ষে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Islami Bank

অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্বাধীনতা যুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে নিহত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন, কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- মাদারীপুর ৩ আসেন সাংসদ বাংলাদেশের আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী

one pherma

কালকিনি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চায়না খানম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক উজ্জামান শাহীন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ সভাপতি আওলাদ হোসেন মাস্টার, কালকিনি পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/ ই/ ২৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us