কর্মদিবসের প্রথম দিনে সান্তাহার ইউপি’তে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জামাদুল ইসলাম, আদমদীঘি প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের কার্যদিবস শুরুর প্রথম দিনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।

Islami Bank

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সান্তাহার ডাক বাংলো চত্বরে ইউপির চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়ে।

one pherma

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন :উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী তৌফিকুল ইসলাম নয়ন, ইউপি সচিব মোহায়মিনুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সমাজ খান, নাজিম উদ্দীন, এমদাদুল হক, শামীম মল্লিক, লুৎফর রহমান নান্দু, রফিকুল ইসলাম রঞ্জু, ফেরদৌস রহমান, সাইদুল ইসলাম, শাহিন হোসেন ও সংরক্ষিত নারী সদস্য তাসমেরী খানম, মোমিনা খাতুন, লুৎফুন নেছা প্রমূখ।

ইবাংলা/ এইচ/ ২৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us